ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
গত দুই বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে বই উৎসব পালন করা হয়নি।
রোববার (১ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজন বই উৎসব পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, জেলা পরিষদ সদস্য মুকুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, কাউন্সিলর আবু সাঈদ মিলন ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ।