ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ) বেলা ১১ টায় গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ হাটের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিল শেষে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সচেতন জনতা ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিভাক টিপু মোল্লা, আফজাল হোসেন, বকুল, দুলাল, কাশেম, শিক্ষার্থী আতিকুল ইসলাম, মুনমুন আক্তার প্রমুখ।
অতিরিক্ত ফি আদায়, দুর্বল অবকাঠামো, পরিবারতন্ত্র সহ নানা অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের পদত্যাগ দাবী করা হয়।
ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা দাবী করেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না করে জুনিয়ার শিক্ষিকাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। একই পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করায় তিনি বেপরোয়া হয়ে উঠেন।
২০১৩ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিষ্ঠানের কোন হিসাব-নিকাশ প্রদান করেননি। সেই সাথে প্রতিষ্ঠানের জমিতে প্রায় ৩২টি দোকান ঘর রয়েছে। ওই দোকান থেকে প্রতি মাসে অনেক টাকা আয় হলেও তার কোন হিসাব নেই। পরিবার কেন্দ্রিক করে চালাচ্ছেন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের আয় থাকলেও নেই উন্নয়ন। প্রতিটি শ্রেণী কক্ষের যেন ভুংগুর অবস্থা।
বক্তারা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দেবর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ায় তার ক্ষমতায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিক্ষোভ সমাবেশ থেকে অনতিবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew