ধূমকেতু নিউজ ডেস্ক : ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাবি শিক্ষার্থীরা। ছাত্রদলের পক্ষ থেকে সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিক্ষোভ শুরু হয়। চলে ঘণ্টাখানেক। হলপাড়া হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসংলগ্ন এলাকা থেকে রাত পৌনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা’, ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো একক ব্যক্তি নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। যারা যারা ভিসিকে হেনস্তা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে।
সহ সমন্বয়ক এবি জুবায়ের বলেন, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আমরা আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরাও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু যখনই আমরা বললাম ‘ডাকসু চাই’ পেছনে দেখি ভাইরা নাই। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো দানব দেখতে চায় না। অবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ নিরাপদ রাজনীতি চর্চার বন্দোবস্ত করে দিতে হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে তাদের অধিকার নিয়ে কথা বলার মত কোনো প্লাটফর্ম নাই। কিন্তু শিক্ষকদের এবং কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম আছে। এতে শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবি ডাকসুর জন্য বারবার দাবি জানিয়ে আসছে।
তিনি আরও বলেন, জুলাই মাসে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তার প্রথমে শুরু করার জন্য থাকলেও পরবর্তীতে শিক্ষার্থীরা দাসত্ব থেকে বের হতে একশন নেন। তারা এই কাজে সফল হলে তাদের দাবিদার পূরণের জন্য একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন। এখন যখন ডাকসু ফিরিয়ে দেয়ার জন্য কথা হচ্ছে তখন একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের আবার দাসত্বে ফিরিয়ে নিতে চায়, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তারা শিক্ষককে হেনস্তা করে, প্রশাসনকে হেনস্তা করে। এই ডাকসু দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী খুবই ফেটে পড়ে। আমরা যারা আছি তারা সাধারণ শিক্ষার্থীদের এই প্রাণেরর দাবির সাথে সমর্থন প্রকাশ করছি।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আলোচনা না করার এবং দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে বিক্ষোভ-হট্টগোল এবং উপাচার্যের সাথে বাকবিতন্ডায় জড়ায় ছাত্রদলের নেতাকর্মীরা।
বাকবিতণ্ডার অভিযোগ ওঠা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আপলোড করা এক ভিডিওতে বলেন, আমরা ডাকসু নিয়ে কোন বাকবিতন্ডায় জড়াইনি। আমরা শুধু আওয়ামী লীগের মনোনীত সিন্ডিকেট সদস্যরা যাতে সিন্ডিকেট সভায় অংশ নিতে না পারে সে জন্য তার প্রতিবাদ করেছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew