ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিরা যোগ দিচ্ছেন। যার ফলে রাজধানীর কোনো কোনো সড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে। তাই ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত নগরবাসীকে লম্বা সময় নিয়ে বের হতে আহ্বান করেছে ডিএমপি।
এছাড়া রাজধানীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকায় অনেক সড়ক সংকুচিত হয়ে রয়েছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসবের মধ্যেই আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ফলে যথা সময়ে বিসিএস পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে পারবে কিনা এমন শঙ্কায় পরীক্ষার্থী-অভিভাবকরা।
বিসিএস পরীক্ষার্থী আল ইমরান জানান, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ৪১ তম বিসিএস পরীক্ষা পেছানোর জন্য আমরা মানববন্ধনসহ হাইকোর্টে রিট করেছিলাম। কিন্তু হাইকোর্ট সেটি খারিজ করে দিয়েছে। তারপরও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে যেতে সবাইকে অনেক বেগ পেতে হবে। বিশেষ করে একটা কথাই বলবো ১৯ তারিখে বিসিএস পরীক্ষার্থীদের কথা চিন্তা করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক থাকলে আমরা কিছুটা উপকৃত হবো। আর সবচেয়ে ভালো হয় যদি কতৃপক্ষ পরীক্ষাটি পিছিয়ে দেয়।
আরেক বিসিএস পরীক্ষার্থী আল আমিন মাসুদ বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে এতো মানুষের সমাগম বড় একটা চ্যালেঞ্জের বিষয়। পিএসসি চাইলেই পারতো পরীক্ষাটা পিছিয়ে দিতে। আর যেহেতু এখনো ৩টা বিসিএস আটকে আছে। তাই এখন যে নিচ্ছে এটাও আন্তরিকতার বিষয়। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে পরিক্ষার্থীদের ভোগান্তিই হবে বলা যায়।
তবে পরীক্ষার্থীদের সতর্ক করে আগে থেকেই কেন্দ্রে উপস্থিত থাকতে বলছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রাজধানীর তিতুমীর কলেজেও বিসিএস পরীক্ষার কেন্দ্র রয়েছে।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন জানান, আগে থেকেই ডিএমপি সবাইকে হাতে সময় নিয়ে বের হতে বলেছেন। আমরাও শিক্ষার্থীদেরকে বলবো, যথাসময়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীরা যাতে আগে বের হয়।