ধূমকেতু প্রতিবেদক, রাবি : বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন পা দিয়েই মনের মধ্যে জেগে ওঠে অজানা হাজারো আকাশছোঁয়া স্বপ্ন, হাজারো অনুভূতি। তাইতো নিজেদের লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিতে দুর-দূরান্ত থেকে ছুটে এসেছে হাজারো শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস করতে একদল প্রাণোচ্ছল নবীনের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি প্রাঙ্গণ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বিভাগে অনুষ্ঠিত হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের অরিয়েন্টশন ক্লাস।
তবে এ সময় পর্যন্ত সব আসনের বিপরীতে শিক্ষার্থী পায়নি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে কথা বলে জানা গেছে, অন্তত ৩৭৭ টি আসনে এখনো কোনো শিক্ষার্থী ভর্তি হননি। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ১২৭ টি, ‘বি’ ইউনিটে ৯৫ টি এবং ‘সি’ ইউনিটে ১৫৫ টি আসন ফাঁকা রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের তাদের বিভাগ থেকে দেয়া রুটিন অনুযায়ী বিভাগগুলো ক্লাস নেবে। তবে এখনও অনেকগুলো আসন খালি থাকা সাপেক্ষে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ভর্তির কার্যক্রম চলমান থাকবে।”
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নবাগত শিক্ষার্থীদের। এ সময় বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পরিচিতিপর্ব সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নবীনদের প্রতি নির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী সুমাইয়া মিম বলেন, আমার প্রত্যাশা ছিল অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার। ঠিক আমার মনের মতো অনেক সাজানো আর সুন্দর একটা ক্যাম্পাস পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত আর গর্বিত।
পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীরা বলেন, অনেক স্বপ্ন ছিলো রাজশাহীতে পড়ার কারণ এটি ঐতিহাসিক প্রতিষ্ঠান যার অনেক সুনাম রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেই ক্যাম্পাসের সৌন্দর্যে আমি মুগ্ধ হই। আর তখন থেকেই ইচ্ছা রাজশাহীতেই পড়বো। এখন আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি রাবির শিক্ষার্থী হতে পেরে।
উল্লেখ্য, গত ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। মোট তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।