মোঃ আতাউর রহমান :
সিলেটের এমন বন্যা আগে দেখেছেনকি ভাই?
মাঠ-ঘাট পানির নিচে দাঁড়ানোর উপায় নাই।
কেউ ভাসে পানির উপর, ভাসে স্রোতের টানে,
কেউ ভাসে পরিবার নিয়ে, স্মরণ কালের বানে।
মানুষ ভাসে, পশুও ভাসে, ভাসে ঘরের চাল,
দোকান-পাট যায় ভেসে, ভাসে গাছের ডাল।
চারিদিকে পানির জোয়ার, নেই খাবার পানি,
জীবন কি বাঁচবে আর? মহান আল্লাহ জানি।
এমন সময় হাজির হলো সেনাবাহিনীর দল,
ঝাঁপিয়ে পড়লো শক্ত হাতে, বুকে বেঁধে বল।
কেউ বা ঘাড়ে বস্তা তুলে, তড়িৎ বুদ্ধি আঁটে,
কেউ বা বুকে শিশু নিয়ে পানি ভেঙ্গে হাঁটে।
তারাই মোদের বীর সৈনিক জাগ্রত দল সেনা,
তাদের নিকট মোরা ঋণী, আছে মোদের দেনা।
দেশরক্ষায় অতন্দ্র যারা, মাতৃকায় সার্বভৌম,
সারা দুনিয়া চেনে তাদের, বিশ্বের অনুপম।
লেখক : মোঃ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার, রাজশাহী।