মোঃ আতাউর রহমান :
মাণ্যবর প্রধানমন্ত্রী মোদের, অসীম সাহসী নারী,
দক্ষতার গুণে দূরন্ত হয়ে, দিলেন পদ্মা পাড়ি।
গর্বের সেতু উদ্বোধন করেন, মোদের নেত্রী মহান,
নিজের টাকায় নিজের অর্জন, দেখল সারা জাহান।
পদ্মা সেতু গড়ার সপ্ন দেখেন, মহান সপ্নচারী,
সেতু নির্মাণে ব্রতী হয়ে করলেন ফর্মান জারী।
চঞ্চলা পদ্মা, প্রমত্ত গর্জন, উত্তাল তার তরঙ্গ,
ভীত নই তবু দমে যাইনি মোরা,সপ্ন হয়নি ভঙ্গ।
বলেছিল ওরা সম্ভব নয় সেতু, বিদেশি ঋণ দরকার,
নেত্রী বলেন, চিন্তা নেই, বাস্তবায়ন করবে সরকার।
বহুলালিত, বহু কাংখিত সেতু, নয়া স্থাপত্যের উদয়,
মোদের ভাবনা ভাগ্যোন্নোয়নের,অর্থনীতির বিজয়।
সেতুতো নয়, ইট-পাথরের মালা, এপার ওপারের বন্ধু,
লোহা-লক্করের মিলনমেলার নিচে, বহে, চপল সিন্ধু।
সাবাশ নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, তুমি হাস্যময়ী সূর্য,
বাংলাদেশ বেঁচে থাকুক প্রাণে, গর্জে উঠুক তুর্য।
সুখ-সমৃদ্ধি আসুক উড়ে উড়ে, মেঘমালার বেশে,
সপ্তমাকাশের বাতাস আসুক, সোনার বাংলাদেশে।
লেখক : মোঃ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।