আয়েশা আখতার রোজী :
তুমি গুণিজন গুনের কদর করিতেছ তাই
জ্ঞানহীনে জ্ঞান দানিলে তাহার জুড়ি নাই।
ভিক্ষার থালা পূর্ণ করিলে পুণ্য পাওয়া যায়,
বিদ্যা ধন দান করিলে স্বর্গ লাভ হয়।
মূর্খরা বলে জ্ঞান আবার কি ছাই,
আমি যাহা জানি, কেহ নাহি জানে বলিব কেন তাই,
সকলের চাইতে বড় আমি, আমি যাহা জানি তাহাই সঠিক,
ভুল বলিয়া কোনো শব্দ আমার জীবনে নাই
করিও না তোমরা এমন বড়াই
আপনাকে বড় ভাবিলে ঠকিবে পদে পদে।
ভাবিয়া চিন্তিয়া পথ চলিলে পৌছাবে নিরাপদে
সকলেই জ্ঞানের আধার কেবল ভিন্ন ভিন্ন ধরন সবার।
তোমার বিদ্যা আমি নিবো, আমারটা তোমায় দিবো
মিলিয়া-জিলিয়া জ্ঞানের পরিধি বাড়াইলে সবাই
মূর্খতা দূর হইয়া পৃথিবী আলোকিত হইবে জ্ঞানের আলোয়।
তুমি গুণিজন গুণের কদর করিতেছ তাই,
জ্ঞানহীনে জ্ঞান দানিলে তাহার জুড়ি নাই।
এক পাল্লায় ধ্বনি ব্যাক্তি সোনাদানা ধনসম্পদ সহ,
আরেক পাল্লায় জ্ঞানী ব্যাক্তি ওজন বেশি কাহার কহো,
ধ্বনি ব্যাক্তির ধন বেচিলে সবই শেষ হইয়া গেলো
জ্ঞানী ব্যাক্তির জ্ঞান বেচিলেও যাহা ছিল তাহার চাইতে আরো বাড়িলো।
জ্ঞানহীন বলে, বিদ্যাশিক্ষায় কি লাভ হইবে
বিদ্যা ধুইয়া পানি খাইলে কি পেট ভরিবে?
এমন কথাই দিওনা তুমি কান
বিদ্যাহীন অন্ধরে করো চক্ষু দান।
আলস্য ছাড়িয়া জ্ঞান চক্ষু মেলিয়া করিও বিশ্ব জয়।
তুমি গুনিজন গুনের কদর করিতেছো তাই,
জ্ঞানহীনে জ্ঞান দানিলে তাহার জুড়ি নাই।
লেখক : আয়েশা আখতার রোজী, রাজশাহী।