জে জে জাহিদ হাসান :
বিনামূল্যে পাওয়া জিনিস অবহেলায় তো থাকবেই
অথচ, কি আশ্চর্য!
বিনামূল্যে আমরা নিজেকে অন্যের নিকট বিলিয়ে দেই
অতঃপর একদিন অবহেলার নিকটে হেরে যাই
আসলে এখানে দোষ আমাদের, প্রাপকের দোষ নাই।
কাঠখড় পুড়িয়ে তারপর যদি আমাদের পেত
তবে দেখতে প্রধান্য পেতাম আমরা কত
আসলে দোষ আমার তোমার,
যারা নিজেকে বিনামূল্যে বিলিয়ে দেই।
ঠিক কতটা নির্বোধ আমরা
অবহেলা সহ্য করেও লেগে থাকি,
লড়ে যাই পাওয়ার না পাওয়ার খেলায়
অতঃপর অবহেলাও আমাদের দূরে ঠেলে দেয়
কি আশ্চর্য! বড় অদ্ভূত!
লড়ে যাই, হেরে যাই
বিনামূল্যে সপে ছিলাম
তাই অবহেলায় পাই ঠাঁই।
মানুষ হারিয়ে তারপর বোঝে
অতঃপর নিখোঁজ বিজ্ঞতি দিয়ে খোঁজে,
সেদিন বুঝতে পারে
অতি মূল্যের জিনিস পেয়েছিলো কত সহজে।
ক্ষুদ্র কবি ও লেখক : জে জে জাহিদ হাসান, সমেশপুর, বেলকুচি, সিরাজগঞ্জ।