মোছাঃ আয়েশা আখতার রোজী :
চারকোণা ফ্রেমে বাঁধানো দেয়ালের ছবি খানি,
আমর ব্যক্তিত্ব,আদর্শ মানব,শ্রেষ্ঠ বাঙালি তিনি।
ছবির দিকে তাকিয়ে আমি কেবল ভাবি আর ভাবি,
কোন দোষে হায় দিতে হলো প্রাণ,
বাঁচায়ে দেশের মান,
হলোনা নিজের স্থান।
মানবতা নেই কি তবে মানুষের ভেতরে?
এমন কাজটি পশু ছাড়া করে কি করে?
মনে হলো যেন, যেন ছবির ভিতরের মানুষটি কথা বলে উঠল,
“দুঃখ নেই আমার, না হয় আমার প্রাণটা গেল
বাঁচাও আমার দেশকে তোমরা
শক্ত হাতে ধরো হাল,
কাঁধে তুলে নাও দেশ পরিচালনার জোয়াল।
ভালোবেসে মোর দেশকে বড়,
বলেছিলাম শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরো।
আমার প্রিয় দেশকে তোমরা
মুক্ত করো, মুক্ত করো।
আমার ডাকে সাড়া দিয়ে সবাই
উপহার স্বরূপ আমাকে না হয় করলে জবাই।
কোন ক্ষোভ নেই আমার তাও,
তোমরা শুধু আমার দেশকে বাঁচাও।
আমার প্রিয় জন্মভূমি ভরে গেছে জঞ্জালে,
এ মাটি উর্বর বড়, উপড়ে ফেলে আগাছা, ভরাও সোনার ফসলে।”
আমি বললাম, হে বঙ্গবন্ধু, হে দেশ নির্মাতা তুমি
চিন্তা করোনা,
তোমার স্বপ্ন বিফলে যাবেনা।
আমরা রুখে দাঁড়াবো তরুণ সমাজ,
স্বদেশকে দিব নতুন সজ্জা ও সাজ,
তোমার নিকট অঙ্গিকার বদ্ধ হলাম সর্বশেষ,
বিশ্ব দরবারে সর্বাগ্রে থাকবে আমাদের এই
বাংলাদেশ।
লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, রাজশাহী।
কণ্ঠে : আতিয়া আখতার আনিকা।