ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষি জীবী স্বাস্থ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বেসরকারি ক্লিনিক, সরকারি হাসপাতালে সব জায়গায় সারা বছর পরিদর্শন অব্যাহত থাকবে গড়মিল পাওয়া গেলে তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সব হাসপাতাল বন্ধের পক্ষে নয়। সরকারি হাসপাতালের অসঙ্গতিগুলো সমাধান করা হবে বলেও জানান তিনি।
রোববার (১০ মার্চ) বেলা ১১টায় ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমির অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম এর আয়োজনে এর সভাপতি প্রফেসর ডা. কাজী শফিকুল হালিম জিম্মু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাগত বক্তব্য রাখেন, সাবেক নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারএমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা: আবু সালেহ্ মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহীকর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ওসি মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ইম্প্রশন ফাউন্ডেশনের শাকিল রাব্বানী, রাশেদ রানাসহ জেলা উপজেলার প্রশানের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় সুধিজন প্রমুখ।
এসময় ক্যন্সার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews