ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। এটা তেহরানের জন্য কৌশলগত সাফল্য। তিনি আজ (সোমবার) এক টুইটে এ মন্তব্য করেছেন।
আলী শামখানি আরও বলেছেন, চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এমন সময় দেশটির সঙ্গে চুক্তির বাস্তবায়ন হচ্ছে যখন আমেরিকা এখনও একপেশে নীতি অব্যাহত রেখেছে এবং তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমেরিকা চায় বিশ্বের কোনো দেশের সঙ্গেই ইরানের অর্থনৈতিক লেনদেন না থাকুক।
কয়েক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান একদল উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি নিয়ে চীন সফর করেছেন। শুক্রবার সফর শেষে তিনি জানান, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে।
চীনের সঙ্গে ইরানের সম্পর্কে নয়া দিগন্ত উন্মোচিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।