ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে মঙ্গলবার বিআরডিবি হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিআরডিবি নওগাঁর উপপরিচালক খাদেমুল বাসার।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, সাংবাদিক আইনুল হোসেন, এম. সাখাওয়াত হোসেন, বরুন মজুমদার।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মাঠ পর্যায়ের ৪০ জন ক্ষুদ্র কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
পর্যায়ক্রমে ৪টি ব্যাচে ১৬০ জন ক্ষুদ্র কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেয়া হবে।