ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবি মৌসুমে সরিসার বাম্পার ফলনের আশা করছেন উপজেলা কৃষি দপ্তর ও সংশ্লিষ্ট কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, রবি মৌসুমে নাচোল উপজেলায় প্রায় ৫হাজার, ৩শ’ ৯৫ হেক্টোর সরিসা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর সরিসার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবছর কৃষকরা ৪শিরা, ২শিরা ও উন্নত ফলনশীল জাতের সাদাফুলের ও হলুদ জাতের সরিসা চাষ করেছেন।
তিনি আরও জানান, হাঁকরইল গ্রামের কৃষক জিয়াউর রহমান, ঝিকড়া গ্রামের কৃষক ইব্রাহীম বাবু, নেজামপুর গ্রামের আব্দুল অহাব, বহরইল গ্রামের সতিনাথ হেমরোম, সোনামসনা গ্রামের শফিকুল ইসলাম, আন্ধরাইল গ্রামের আব্দুল গাফ্ফার মেম্বার ও সূর্যপুর গ্রামের রবিউল ইসলাম জানান, আমন ধান উঠিয়ে সরিসা চাষ করেও বোরো ধানের আবাদ করা যায়, তাই সরিসা চাষ করেছি।
এবছর আবহাওয়া ভাল থাকায় ক্ষেতে সরিসা খুবই ভাল হয়েছে। বিঘা প্রতি ৭/৮মন হিসেবে ফলনের আশা করছেন কৃষকরা।