ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নারী কাউন্সিলর শরীফ তাসলিমা কালাম পলির ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত টাকা।
বুধবার বেলা বেলা ১২টার দিকে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গীর্জা মহল্লা এলাকা থেকে যাচ্ছিলেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলি। এসময় আটক দুই নারী তার ব্যাগ থেকে কৌশলে টাকাগুলো নিয়ে নেয় বলে অভিযোগ তার।
আটককৃত দুই নারী বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের রামপট্টি এলাকার বেঁদে পল্লীর বাসিন্দা।
ওই কাউন্সিলর জানান, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় ওই দুই নারীসহ তাদের অন্যান্য সহযোগীরা তার পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক হলে তাদের ডেকে পিছু নেয়ার কারণ জানতে চান পলি। পরে নিজের ব্যাগের চেইন খোলা দেখতে পান। এরপর তাতে টাকা দেখতে না পেয়ে ওই দুই নারীকে এলাকাবাসীদের সহায়তায় আটক করেন। এসময় তাদের মধ্যে একজনের কাছ থেকে ওই টাকা উদ্ধার করেন পলি।
কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।