IMG-LOGO

বুধবার, ২৮শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে যে বার্তা দিলহাতিরঝিলের লেক থেকে নারীর মরদেহ উদ্ধারছাত্রশিবির নেতা শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে নেতৃবৃন্দআ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ততানোরে ওয়ার্ড বিএনপির প্রতিবাদ সভাসাংবাদিককে তথ্য না দেয়ায় পিআইওকে লিগ্যাল নোটিশমোহনপুরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, আহত ৭বাঘায় হাসিনা-শাহরিয়ারসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলাতানোরে প্রধান শিক্ষকদের সাথে অবহিতকরণ সভাড. ইউনূসকে যে আশ্বাস দিলেন এরদোগানপোরশায় পূনর্ভবা নদিতে যৌথ অভিযানের অবৈধ জাল আটকতানোরে বিলে পোনামাছ অবমুক্ততানোরে দু:স্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়ী অর্থের চেক প্রদানসাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আরাফাত আটকজামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়ন শাখার প্রতিবাদ সমাবেশ
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> গণপরিষদ অধিবেশন ও অতিথি সাক্ষাতে ব্যস্ত বঙ্গবন্ধু

গণপরিষদ অধিবেশন ও অতিথি সাক্ষাতে ব্যস্ত বঙ্গবন্ধু

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৯৭২ সালের ১ নভেম্বর গণপরিষদ অধিবেশনে আরও ২৬টি অনুচ্ছেদ গৃহীত হয়। গণপরিষদ অধিবেশন, সংশোধনী প্রস্তাব নিয়ে ব্যস্ততম সময়ে বিদেশি অতিথিদেরও সময় দিতে হয়েছে বঙ্গবন্ধুকে। একইসঙ্গে দেশের আমন ফসল কীটপতঙ্গ নষ্ট করে ফেলায় নতুন করে আদেশ জারি করেন তিনি। আশা করা হয়, আরও বেশি তৎপরতায় ফসল নষ্টের হাত থেকে রক্ষা পাবে।

গণপরিষদের সংবিধানের দশটি সংশোধনীসহ ২৬টি অনুচ্ছেদ গৃহীত হয়। এই নিয়ে সংবিধানের দ্বিতীয় পাঠে সংশোধনীসহ ৪২ অনুচ্ছেদ গৃহীত হয়। সংবিধানের মৌলিক অধিকারসহ আর পাঁচটি অনুচ্ছেদ গৃহীত হলে সংবিধানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগ এর দ্বিতীয় পাঠ শেষ হবে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। এইদিনে সকাল সাড়ে নয়টায় স্পিকারের সভাপতিত্বে গণপরিষদের অধিবেশন শুরু হয় এবং একটা পর্যন্ত চলে। তারপর দু ঘণ্টার জন্য পরিষদের অধিবেশন মুলতবি করে বিকেল তিনটায় গণপরিষদের অধিবেশন আবার শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলে। বিকেলের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। অধিবেশনে মোট ১৯টি সংশোধনী প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের দলীয় সদস্য ১০টি, ন্যাপ (মোজাফফর) দলীয় সুরঞ্জিত সেনগুপ্ত দুইটি, নির্দলীয় সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা ৬টি এবং আব্দুল আজিজ চৌধুরী একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু ন্যাপ ও নির্দলীয় সদস্যদের নয়টি প্রস্তাব কণ্ঠ ভোটে বাতিল হয়ে যায়। এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত আরও দশটি এবং মানবেন্দ্র নারায়ণ লারমা দুইটি সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সেই প্রস্তাবগুলো নোটিশ আকারে উপস্থাপন না করায় স্বাভাবিকভাবে বাতিল হয়ে যায়।

বিদেশি অতিথি গণভবনে
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার জর্জ রিভেল এইদিনে পরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন। পরে তিনি অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেনিয়েলও একই সময়ে পরিষদ ভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাসস এর বরাত দিয়ে সবকয়টি পত্রিকা এই খবর প্রকাশ করে।

নৌপথে পণ্য চলাচল চুক্তি স্বাক্ষরিত
ভারত এবং বাংলাদেশ ১ নভেম্বর অভ্যন্তরীণ নৌ পরিবহন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে বলে বাসসের খবরে প্রকাশ করা হয়। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন এর স্বাক্ষরিত ওই চুক্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পণ্য চলাচলের সুযোগ সুবিধা বিধান করা হয়। ১৯৭২ সালের মার্চ মাসে সম্পাদিত ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি অনুসারে স্বাক্ষরিত এই চুক্তি পক্ষকালের মধ্যে কার্যকর হবে বলেও জানানো হয়। প্রাথমিক পর্যায়ে এই চুক্তির মেয়াদ থাকবে ৫ বছর। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে নদীপথে বাণিজ্য চলাচলের সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছিল। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে তা আবার চালু হলো। ভারতের পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেক্রেটারি এবং বাংলাদেশের নৌপরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয়ের সেক্রেটারি এই চুক্তি স্বাক্ষর করেন। দুই দেশের প্রতিনিধি দল জানান, এই চুক্তির ফলে ভারত পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে বাণিজ্য চলাচলের দুধরনের সুযোগ সুবিধা লাভ করবে। প্রথমত গোয়ালন্দ হয়ে কলকাতা এবং দ্বিতীয়ত ভৈরববাজার ও শেরপুর হয়ে কলকাতা এবং করিমগঞ্জ এর মধ্যে।

ভারতীয় দলের প্রতিনিধি নেতা জানান, এই পরিবহন সুযোগ সুবিধা শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাত্রীদের ক্ষেত্রে নয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রাথমিক পর্যায়ে পরিবহন সার্ভিস শুরু করার জন্য ভারতে বছরে ৪ লাখ টন বহনক্ষম উন্নতি শক্তি চালিত নৌযান ও চল্লিশটি বজরা রয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে বাণিজ্য চলাচল শুরু করার ক্ষেত্রে চোরাচালানের কোনও অবকাশ আছে কিনা প্রশ্নে বাংলাদেশ প্রতিনিধি বলেন, তারা এ প্রশ্নের অনেক চিন্তা-ভাবনা করেছেন। চুক্তিতে চোরাচালান রোধের জন্য ঢুকবার ও বেরোবার পথে শুল্ক তল্লাশির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

আমন ফসল রক্ষার জন্য বঙ্গবন্ধুর নির্দেশ
পতঙ্গের আক্রমণ থেকে আমন ফসল রক্ষার জন্য তৎপরতা আরও বৃদ্ধি করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কুমিল্লা জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর এলাকায় আমন ফসলের ওপর কীটপতঙ্গের ব্যাপক উপদ্রব এবং তা প্রতিরোধের জন্য গৃহীত সরকারি ব্যবস্থা অপ্রতুলতা ও অসাফল্য সম্বন্ধে আবুল আব্বাস ও কাজি আলাউদ্দিন আহমেদ দুই এমসিএ কর্তৃক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পর নতুন নির্দেশ দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news