ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী জনগোষ্ঠি সামাজিক উন্নয়ন ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর তিন বছর মেয়াদী পরিচালনা কমিটির নির্বাচনে বিধান সিং সভাপতি, শিবু বেসরা সহ-সভাপতি ও বাবুলাল টপ্প সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবারের নির্বাচনে বিধান-জতীন প্যানেলে ৮জন ও যতিন-বাবুলাল প্যানেলে ৭জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আদিবাসী একাডেমী কার্যালয়ের ৩টি বুথে ১৫৩০জন ভোটারের মধ্যে ৬শ’ ৯৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।
ভারপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
তিনি জানান, বিধান-জতীন প্যানেলে সভাপতি পদে বিধান সিং(চেয়ার) প্রতীকে ৩০৮ ভোট, ১ম সদস্য পদে বিপদ ভঞ্জন (আম) প্রতীকে ১৬৭ ভোট, ২য় সদস্য পদে মন্টু পাহান(আনারস) প্রতীকে ১৪২ ভোট ও ৪র্থ সদস্য পদে মদন বর্মন (চশমা) প্রতীকে ১৩৮ ভোট পেয়েছেন।
অপরদিকে, যতিন-বাবুলাল প্যানেল থেকে সহ সভাপতি পদে শিবু বেসরা (গোলাপ ফুল) প্রতীকে ২৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে বাবুলাল টপ্প (বটগাছ) প্রতীকে ১৯৭ ভোট, ৩য় সদস্য পদে ফ্রানশিস হেমরম (প্রজাপতি) প্রতীকে ১৪০ ভোট, ৫ম সদস্য পদে জসেব মুর্মু (মোরগ) প্রতীকে ১৩৫ ভোট ও ৬ষ্ঠ সদস্য পদে অনিল হাসদা (হরিণ) প্রতীকে ১১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নয় সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী নির্বাচিত পরিচালনা কমিটি আদিবাসী জনগোষ্ঠি সামাজিক উন্নয়ন ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর দায়িত্ব পালন করবেন।