ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ধান ও খাঁসিহাটি এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করায় ১৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলোকে চলাচলে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে ।
তোফায়েল আহম্মেদ নামে তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেলেও তিনি জানান,আদালতের নির্দেশে প্রশাসনের সহযোগীতা নিয়ে রাস্তাটি বন্ধ করা হয়েছে।
গত বৃহস্পতিবার এলাকাটি সরেজমিনে ঘুরে দেখা যায়, চলাচলের জন্য একটি মাটির রাস্তা আড়াআড়িভাবে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের ঢুকা-বের হওয়া প্রায় বন্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো রাস্তাটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৮ ফুট। ৪০ বছর ধরে ওই সব পরিবার রাস্তাটি দিয়ে চলাচল করত। হঠাৎ কয়েক দিন আগে প্রতিবেশী তোফায়েল রাস্তাটিতে আড়াআড়িভাবে একটি বেড়া দিয়ে বন্ধ করে দেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় ১৫টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য আপেল আহম্মেদ বলেন, ‘১৫ টি পরিবারের সদস্যরা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। সে কারণে সবাই এখানে জমি কিনে বসবাস করছেন। সবাই শান্তিপ্রিয় মানুষ। যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছেন, তিনি একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। থেকে ৩০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে পরিবারগুলো চলাচল করছে। তিনি তাঁর জমি দাবি করে আদালতের একটি রায়ের মাধ্যমে টিনের বেড়া দিয়েছেন। ১ মাস ধরে চলাচলে আমরা বেকায়দার মধ্যে রয়েছি। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও রাস্তাটি চলাচলের জন্য ছেড়ে দেয়া উচিত।
অবরুদ্ধ পরিবারের আরেক সদস্য টিপু সুলতান বলেন, আদালতে কিভাবে তিনি রায় পেলেন আমরা জানিনা। তবে প্রশাসনের সহযোগীতা তিনি রাস্তাটি সম্প্রতি বন্ধ করে দেন। রাস্তা বন্ধের কারনে আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ মারা গেলেও তার লাশ নিয়ে যেতে পারবো না।
তবে এ বিষয়ে তোফায়েল আহম্মেদ বলেন, জমির নকশায় রাস্তা বলে কিছু নেয়। এ বিষয়ে ২০০৫ সালে আদালতে মামলা হওয়ার পর মহামান্য আদালত আমার পক্ষে রায় প্রদান করেন । তাঁরা দীর্ঘদিন ধরে ফাকা জায়গাটি রাস্তা হিসেবে ব্যবহার করতে। আমার প্রয়োজন হওয়ায় তা নেয়া হয়েছে। এখানে দখলের কোন ঘটনা নেই।