ধূমকেতু নিউজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় কমর্ফোট লাইন নামের একটি বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (৩৫), যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুর রহমান (৩৪)।
নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রিয়াদ মাহমুদ।
তিনি জানান, সকালে বরঙ্গাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়ামুখি যাত্রীবাহী বাস কমফোর্ট লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই এর চালক জাহিদুল ইসলাম ও যাত্রী আব্দুর রহমান নিহত হন। আহত অবস্থায় ঢাকায় নেয়ায় পথে মারা যান আব্দুর রাজ্জাক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।