ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ঘন কুয়াশার আচ্ছন্নে সূর্যের দেখা না পাওয়ায় তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে নওগাঁর পত্নীতলা উপজেলার ছিন্নমূল মানুষেরা। ক্রমেই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো।
রোববার (৩০ জানুয়ারী) সকাল থেকে মেঘলা আকাশে কুয়াশার চাদরে ঢাকা ছিল উপজেলার প্রত্যন্ত অঞ্চল দুপুরে এক পলক সূর্যেও দেখা মিললেও বিকালে আবার একই অবস্থা। অনেকে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। উত্তরের হিমেল হাওয়া অব্যাহত থাকায় কনকনে শীত অনুভুত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সকালে ১০ হাত সামনে কোন কিছু দেখা যাচ্ছেনা। যার কারনে দিনের বেলাতে ও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে।গত কয়েকদিন ধরে সুর্যের তেমন একটা দেখা মিলছে না। এদিকে হাসপাতালে বাড়ছে জ্বর সর্দি, বাচ্চাদের ডায়ারিয়া, বড়দের শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগী।
কোন কোন দিন সারাদিন সূর্যের মুখ দেখা যায় নি। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তি থাকলেও সারাদিন কুয়াশা ও বাতাসের কারনে তীব্র শীত অনুভুত হচ্ছে রাতে। বিকেলের পর থেকে শীতের পারদ নেমে আসছে যা সন্ধ্যার পর তীব্র আকার ধারন করছে যার কারণে বাজার রাস্তা একেবারে ফাকা হয়ে যাচ্ছে।
অটোচালক চালক হাসান আলী বলেন, এত পরিমান কুয়াশা ঝড়ছে যে সামনে কি সেটা দেখা যাচ্ছেনা যার কারনে খুব ধীরে ধীরে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। যার কারণে আগে যেখানে নজিপরু থেকে মহাদেবপুর যেতে ৩০থেকে ৩৫ মিনিট লাগতো এখন সেখানে ১ ঘন্টার মতো সময় লাগছে। যার কারণে আমাদের টিপ আগের চেয়ে কমে গেছে। এদিকে গত এক সপ্তাহে নওগাঁর বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতর খবর পাওয়া গেছে অনেক ধারনা ঘন কোয়াশার কারনেও এসব দুর্ঘটনা হতে পারে।
ভ্যানচালক মামুন বলেন, কঠিন ঠান্ডা পড়েছে, সেই সাথে বাতাস ও কুয়াশার কারনে সেইরকম ঠান্ডা লাগছে। ঠান্ডার মধ্যে ভ্যান চালানোয় নাক দিয়ে এমনিতেই পানি ঝড়ছে। গা হাত পা শীটকা লেগে যাচ্ছে ঠান্ডার কারনে। তারপর লোকজন তেমন নেই যার কারনে আমাদের আয় রোজগার না থাকায় খুব বিপাকের মধ্যে পড়ে গেছি।
দিনমজুর জব্বার বলেন, আজ সকাল থেকে এত পরিমান কুয়াশা ঝড়ছে যে বলার মতো না সেই সাথে প্রচন্ড শীত যার কারনে আমরা কাজের মানুষ তারপরেও কাজের উদ্দেশ্যে বের হতে পারছিনা। এত ঠান্ডা ও কুয়াশা এর মধ্যে কাজ করবো কিভাবে আমরা। আবার কাজ না করলেও খাবো কি যার কারনে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। কেউ কেউ শীত উপেক্ষা করে বোরো চাষে নেমেছেন। এরপরে শীতের মধ্যে বের হওয়ার কারনে জ্বর সর্দী কাশি তো লেগেই আছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুস্ত অসহায় দরিদ্র শীতার্ত এসব মানুষের জন্য ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ৭হাজার ৩৭০ টি কম্বল আসছে। ইতোমধ্যে সেগুলো অসহায় দের মাঝে বিতরন করা হচ্ছে।
রোববার সকালে আবহাওয়া অফিস বদলগাছীর তাপমাত্রার ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।যা গত শনিবার ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, এসময় ঠান্ডা লাগনো যাবে না গরম কাপর পরিধান করতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে, বাসি ও ঠান্ডা খাবার পরিহার করতে হবে, অবশ্যয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।