ধূমকেতু নিউজ ডেস্ক : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ায় ছয়দিন পর মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৬ বারের ইউপি সদস্য আবুল কাশেম (৬৫) মৃত্যু হয়েছে। এ ঘটনার মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ৩নং ওয়ার্ডের সদস্য বেলালকে ১নং আসামি করে ৬ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের নামে মিরসরাই থানায় সোমবার রাতে মামলা করেন আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা।
মামলায় অভিযুক্ত বেলালের ছেলে ফাহাদ, নজরুল ও সিরাজুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার খালের কাদা মাটি থেকে রক্তাক্ত অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
নিহতের ছেলে বদরুদৌজা তারেক জানান, ‘হাসপাতালে কয়েকদিন ধরে বাবাকে নিয়ে রীতিমত যুদ্ধ করেছি। শুধু যেন বাবা বেঁচে থাকেন। হামলার পর মারা যাওয়ার আগ পর্যন্ত বাবার মুখ থেকে কোন কথা শুনতে পাইনি। ৩ বার অপারেশন হয়েছে। তারপরও বাবাকে বাঁচাতে পারিনি।’
এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্ত শাস্তি দাবি করেন তিনি।
মিরসরাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্ল্যাহ বলেন, হামলার ঘটনায় সোমবার মিরসরাই থানায় একটি মামলা হয়েছে। আবুল কাশেম মারা যাওয়ায় তা এখন হত্যা মামলা হিসাবে নেওয়া হবে। ইতিমধ্যে মামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আবুল কাশেমের লাশ চমেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, লাশের ময়নাতদন্ত শেষে বাড়ি আনার পর নিজ গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হবে।