ধূমকেতু নিউজ ডেস্ক : রায় কার্যকর হলে তবেই সন্তুষ্টি মিলবে বলে জানিয়েছেন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
সোমবার (৩১ জানুয়ারি) মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার পর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
শারমিন শাহরিয়ার ফেরদৌস আরও জানান, মেজর (অব.) সিনহা মামলার রায়ে দুই প্রধান আসামির ফাঁসির রায়ের প্রত্যাশা পূরণ হলেও সাতজনের খালাস নিয়ে অসন্তোষ রয়েছে।
বহুল আলোচিত এই মামলায় রায় ঘোষণার সময় সকাল থেকেই কক্সবাজার আদালতে ছিলেন মামলার বাদী শারমিন। রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রত্যাশা ছিল মামলার প্রধান দুই আসামির যেন সর্বোচ্চ সাজা হয়। সেটা পূরণ হয়েছে। তবে সাতজনকে যে খালাস দেয়া হলো, তাদেরও কিছুটা দায়বদ্ধতা ছিল। এটি ব্যক্তিগত মতামত।
উল্লেখ্য, সিনহা হত্যা মামলার রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি সাত আসামি খালাস পেয়েছেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।