ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে অবমাননার মামলায় দুই মাদ্রাসা শিক্ষককে এক বছরের প্রবেশন (পর্যবেক্ষন) দিয়েছে আদালত।
মঙ্গলবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ১৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বৌরতলা দাখিল মাদ্রাসায় কেকের পরিবর্তে পাওরুটি কেটে জাতির জনকের জন্মদিন পালন করে বঙ্গবন্ধুকে অবমাননা করার মামলায় মাদ্রাসাটির সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কিবরিয়াকে শর্ত সাপেক্ষে ১ বছরের এ প্রবেশন দেয়া হয়। এ শর্ত ভঙ্গ করলে তাদের ১ বছরের সশ্রম কারাদন্ডসহ ১ লাখ টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।
আদালত ও গোমস্তাপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে,‘২০২১ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষীকি পালন করতে গিয়ে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসায় সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কিবরিয়া কেকের বদলে পাউরুটি কর্তন করেন। বিষয়টি ফেসবুকে লাইভ করা হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি আইনে ওই দুজন শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে। একই বছরের সেপ্টেম্বর মাসে পুলিশ রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিলে মঙ্গলবার দুপুরে আদালত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১/৩১ ধারায় এ অপরাধে অভিযুক্ত ওই দুই শিক্ষকের অপরাধ প্রমানিত হওয়ায় শাস্তির পরিবর্তে তাদের এক বছর প্রবেশন (পর্যবেক্ষন) প্রদান করেন।
আরও জানা যায়, আদালত একজন অফিসারের তত্বাবধানে তাদের ১ বছর শর্ত সাপেক্ষে কিছু কাজ করার নির্দেশ দেন। এর অংশ হিসেবে তাদের মুক্তি সংগ্রামের ইতিহাস পড়তে হবে। সেই সাথে জাতির জনকের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বই পড়তে হবে। সেই সাথে আরও পড়তে হবে, জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলো এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা সংকলন একাত্তরের চিঠি বই পড়তে হবে। এছাড়া প্রত্যককে ২০টি করে গাছ লাগিয়ে তা যাথাযথ পরিচর্যা করার আদেশ দেয়া হয়। এ শর্তের ব্যত্যয় ঘটলে তাদের প্রবেশন বাতিল করে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড ভোগ করতে হবে বলে রায়ের কপিতে উল্লেখ করা হয়।