ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার ইয়াড কলোনী, বশিপুর ও ছাতিয়ানগ্রাম এলাকা থেকে তিন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার সান্তাহার বশিপুর হিন্দু পাড়া এলাকার দিলিপ চন্দ্র সরকারের ছেলে সজল চন্দ্র সরকার (২০), বশিপুর হিন্দু পাড়া এলাকার সুশীল সরকারের ছেলে সুশান্ত সরকার (১৯), ইয়াড কলোনী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে নূর আলম বাবু (২৫)।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১২ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক গ্রেপ্তারকৃত আসামিদেরকে মাদক সেবোনের দায়ে ১ ও ২ নং আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও এক’শ টাকা জরিমানা করেন। অপর ৩ নং আসামিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন। মঙ্গলবার তিন আসামিকে জেলহাজতে পেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় সান্তাহার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই স্থান থেকে তিন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।