ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী হাওয়ালদার পাড়া গ্রামের মঙ্গল ও শুম্ভ দাসের। ঢাক-ঢোল পিটিয়ে অনেক কস্টে চলে তাদের সংসার।
আধুনিক বাদ্যযন্ত্রের কারণে ঢাক-ঢোলের কদর আর নেই বললেই চলে। তারপরেও কিছু কিছু অঞ্চলে পূজা-পর্বন বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ঢাক-ঢোল বা বাদ্যযন্ত্র বাজিয়েই সংসার চালাচ্ছেন মঙ্গল ও শুম্ভ দাস। মঙ্গল ও শুম্ভ সিরাজগঞ্জ জেলার পাশের বেশ কিছু জেলায় গানের আসরে নিমন্ত্রণ পেয়ে ছুটে চলেন ঢোল-তবলা কাধে নিয়ে।
কাজ, কর্ম তেমন না থাকায় অধিকাংশ সময় অলস সময় পার করতে হয় স্হানীয় হাটপাঙ্গাসী বাজার বিভিন্ন স্টলের দোকানে। ছিন্নমূল পরিবারে জন্ম তাদের। করোনার কারনে বর্তমানে কাজ কর্ম না থাকায় মানবেতর জীবন-যাপন কাটাতে হচ্ছে মঙ্গল ও শুম্ভ দাসের।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, মঙ্গল ও শুম্ভ খুব গরীব হলেও রয়েছে তাদের মধ্যে সততা। আমার জানা মতে দীর্ঘদিন ধরেই ঢাক-ঢোল বাজিয়ে সংসার চালাচ্ছেন তারা। তবে বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির কারনে ঢাক-ঢোলের ব্যবহার কমে যাচ্ছে। তার পরেও বাপ-দাদার রেখে যাওয়া পেশা এখনো আকরে ধরে রেখেছেন তারা।
এদিকে পাঙ্গাসী ১ নং ওয়ার্ড মেম্বার সামসুল আলোম খোকন বলেন, তাদের এ পেশা যেনো হাড়িয়ে না যায়, সেজন্য আর্থিক ভাবে সহযোগিতা করা দরকার হত-দরিদ্র মঙ্গল ও শুম্ভ দাসকে।