ধূমকেতু প্রতিবেদক, নাটোর : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া মাহবুব হাসান হিমেলের লাশ তার নানার বাড়ী নাটোর শহরের কাপুড়িয়াপট্টি মহল্লায় পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। সদা হাস্য মিশুক হিমেলের এভাবে অকাল মৃত্যু তার স্বজনরা ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না। তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভিসি প্রফেসর গোলাম সাব্বির, চারুকলা বিভাগের ডিন প্রোভিসি সুলতানুল ইসলাম, সহ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলীসহ তার শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক সহপাঠি তাকে শেষ দেখা দেখতে আসেন।
এসময় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিলেশের উর্ধ্বতন কতৃপক্ষ ও নাটোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই যে ট্রাকটি হিমেলকে চাপা দিয়ে হত্যা করেছে সেই ট্রাকের চালক ও হেলপারের বিচার দাবী করেন এবং এমন ঘটনায় আর যেন কারো মায়ের কোল খালি না হয় সেই দাবী করেন তারা।
পারিবারিক সূত্র জানায়, নাটোর শহরের কাপুড়িয়াপট্টি মহল্লার নানা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়িতে মাহবুব হাসান হিমেলের জন্ম। শিশুকালে তার বাবার বাড়ি বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে তার নানার বাড়ি নাটোরে চলে আষে হিমেল। সেখান থেকেই নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও পরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজে লেখাপড়া শেষ করে সে।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে মেধাবী হিমেল ভর্তি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। চারুকলায় ৪র্থ বর্ষে পড়া অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মঙ্গলবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই সাথে সাথে নিভে যায় তার ও তার স্বজনদের স্বপ্ন। বুধবার বাদ যোহর পৌর মসজিদে তার জানাযা শেষে নাটোরের গাড়ীখানাকেন্দ্রীয় গোরস্থানে হিমেলের লাশ দাফন করা হয়।