ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রয়্যাল হাসপাতালের শিশু সার্জারী ডাঃ সিরাজুল ইসলামের ভুল চিকিৎসায় দেড় বছরের শিশু মুনতাহার অপমৃত্যু হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন তার পিতা-মাতা ও স্বজনরা।
সোমবার বেলা ১১ টার দিকে নগরীর ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত শিশু মুনতাহার মাতা রেহেনা পারভীন।
তিনি বলেন, দেড় বছর বয়সের শিশু মুনতাহা গত ২৯ অক্টোবর অমবিলিক্যাল হার্নিয়া আক্রান্ত হয়ে রাজশাহী রয়্যাল হাসপাতালে ভর্তি হন। পরে রোগীর অপারেশন করার পরামর্শ দেন সহযোগী অধ্যাপক (শিশু সার্জারী) ডাঃ সৈয়দ সিরাজুল ইসলাম। এমনকি অপারেশন না করলে দুর্ঘটনাও ঘটতে পারে বলেন তিনি। এ কথা শুনে দেরি না করে গত ৩০ অক্টোবর সকালে অপারেশনের জন্য হাসপাতার ও ডাক্তারের অধিনে অগ্রিম টাকা পরিশোধ করা হয়। সেইদিনই বিকাল ৩ টায় অপারেশনের সময় নির্ধারণ করে আমাদের জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অতঃপর বিকাল ৪ টায় অপারেশন সম্পন্ন করে রোগীকে কোন অবজারভেশন ওয়ার্ডে না রেখেই ৬০৫নং সাধারণ কেবিনে দিয়ে দেয়া হয়। সেখানে শিশু মুনতাহার অবস্থার অবনতি দেখে তার পিতা-মাতা সংশ্লিষ্ট ডাক্তারকে খবর দিলেও কেউ তার খোঁজ খবর নিতে আসেননি। পরদিন ৩১ অক্টোবর সকাল ৭ টার দিকে পুনরায় রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘন্টা অপারেশনের পর আনুমানিক ৯:৫০ ঘটিকার সময় শিশু মুনতাহার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তিনি আরও বলেন, শিশু মুনতাহার মৃত্যুর কথা প্রতিষ্ঠানের প্রশাসনিক দপ্তরে জানানো হলে তারা আপোষ মিমাংসা ও টাকা ফেরত দেয়ার কথা বলেন। তাদের এই কথাতেই প্রমাণ হয় হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তারের অবহেলা, দ্বায়িত্বহীনতা ও ভুল অপারেশনেই শিশুর মৃত্যু হয়।
এদিকে মুনতাহার বাবা সোহেল রানা বলেন, আমরা জানতে পেরেছি এর পূর্বেও রাজশাহী রয়্যাল হাসপাতলের নামে রোগী অবহেলার অভিযোগ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের অবহেলা, ভুল চিকিৎসায় আমার শিশুর অপমৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনের কাছে শিশু মুনতাহার মৃত্যু ও অবহেলার তদন্ত করে মৃত্যুর যথার্থ বিচারের দাবী করছি। সেই সাথে ভুল চিকিৎসা, দ্বয়িত্বহীনতা ও অবহেলার কারণে রাজশাহী রয়্যাল হাসপাতাল বন্ধের জোর দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, সোনালী ব্যাংকের অবসবরপ্রাপ্ত এজিএম মনোয়ার হোসেন, প্রসারী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব নূরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, ৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সামাদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী প্রমুখ।