ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার চালনাই সড়ক এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন শাহ আলম (৩৫) নামের এক ভ্যানচালক। অপরদিকে বান্দুরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন ট্রাক চালক।
শুক্রবার সকালে দোহার থেকে মালামাল নিয়ে নবাবগঞ্জে যাওয়ার সময় পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম দোহার উপজেলার নারায়ণপুর এলাকার চান্দা হাওলাদারের ছেলে।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা থেকে আসবাবপত্র নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন ভ্যানচালক শাহ আলম। মালবাহী ভ্যান গাড়িটি নবাবগঞ্জের চালনাই সড়ক ইটভাটা এলাকায় পৌঁছুলে গাড়িটিকে পেছন দিক থেকে মাটিভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
প্রত্যেক্ষদর্শী স্থানীয় একজন জানান, ট্রাকটির বেপরোয়া গতি থাকার কারণে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালকের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।
নবাবগঞ্জ থানা পুলিশের এসআই আলমগীর জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ট্রাকটি চালনাই সড়কের এবিসি ইটভাটায় মাটি সরবরাহ করতো বলে জানান তিনি।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ বান্দুরা সড়কের তালতলা নামক স্থানে একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এই দুর্ঘটনায় ট্রাক চালক নয়ন (২৫) মারা যান বলে জানান নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার।