ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পুলিশের সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পাবনায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানা আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, সদর থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, জেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি শামছুল রহমান খান মানিক পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, ক্রিস্টাল গ্রæপের পরিচালক সেলিম হোসেনসহ সদর উপজেলা স্থনীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান এবং পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। ওপেন হাউজ ডে মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুলিশের সার্ভিস পৌঁছে যাবে।