ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাক্ষর জাল করে সরকারী সম্পত্তি দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় উপজেলার হাজিনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রতনকে পিটিয়ে আহত করে। আহত যুবলীগ নেতাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের মশিন্দা শালবাড়ীর আসাদুজ্জামানের বাবা আব্দুস সামাদ ও চাচা সাইদুর রহমান উপরকুড়া মৌজার ১২৫ জেএল নং এ সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তির ৩১২, ৩১৭, ১১০, ১৫০ এবং ১৫২ নম্বর দাগে ২ একর ৭৫ শতক ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের নিকট ১৫ বছর মেয়াদী চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে।
কিন্তু এলাকার ভূমি দর্স্যু নামে খ্যাত দোস্তপুরের শম সরেনের ছেলে অনিল সরেন ১৬ জুলাই ১৯৯৯ তারিখের ২৪৫০/৫ নং স্মারকে রেভিনিউ ডিপুটি কালেক্টরের সাক্ষর, ২০০৭ সালে ৩০২৬ নং স্মারকের পত্তনী কেসে তৎকালীন ডেপুটি কালেক্টরের সাক্ষর, উপজেলা নির্বাহী অফিসারের সাক্ষর, সহকারী কমিশনার (ভূমি) র সাক্ষর, উপজেলার তৎকালীন ৮টি ইউনিয়ন চেয়ারম্যানগণের সাক্ষর জাল করে আব্দুস সামাদ ও সাইদুর রহমানকে দেয়া চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল বলে দাবী করে এবং নিজে দখলের চেষ্টা করে।
ভূমি দর্স্যু অনিল সরকারী সম্পত্তি দখল করে বিভিন্ন জনের নিকট ষ্ট্যাম্প করে পজিশন বিক্রি করে।
উপরকুড়া মৌজায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের আফুজালের ছেলে জাইদুল ইসলামের কাছে ২ বছর পূর্বে ১৩ কাঠা ১ লক্ষ ২০ হাজার টাকায়, একই জেলার গোমস্তাপুর উপজেলার ভাগলপুর গ্রামের আঃ মতিনের ছেলে আল-আমীনের নিকট ১১ কাঠা ১ লক্ষ টাকায়, মসিন্দার সিরাজুল ইসলামের কাছে ১১ কাঠা ১ লক্ষ টাকায় পজিশন বিক্রি করে। এছাড়া অনিল আদিবাসী সম্প্রদায়ের হওয়া সত্তে¡ও অন্য আদিবাসীদের বঞ্চিত করে সরকারের ৩টি পুকুর জোরপূর্বক দখল করে লিজ প্রদান করে।
সম্প্রতি গত ১৮ অক্টোবর সমস্ত বিষয় অবহিত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আসাদুজ্জামান রতন আবেদন করে। আবেদনের পেক্ষিতে ২৮ অক্টোবর প্রতিপক্ষ আসাদুজ্জামানের পৈত্রিক সম্পত্তিতে যাওয়া রাস্তা ও বিবাদীয় সম্পত্তি জোরপূর্বক বেড়া দিয়ে ঘিরে ফেলে। বাধা দেওয়ায় ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত আলী (৪০), ছেলে হাফিজুল (২০), স্ত্রী আজিদা (৩৮), মাহাতাবের ছেলে আঃ রহিম (৩২), মৃত- রিয়াজের ছেলে বাবুল মশিন্দা হযরত আলীর বাড়ীর সামনে চারমাথায় আকস্মিক আক্রমনে ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদুজ্জামানন রতনকে মারাত্মকভাবে জখম করে। তাকে সাথে সাথে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়েও আহত আসাদুজ্জান রতনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে আব্দুস সামাদের ছেলে আসাদুজ্জামান রতন বলেন, আমার বাব ও চাচা ১৯৮০ সালে ২ একর ৭৫শত জমি সরকারের নিকট হতে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছিল। কিন্তু হঠাৎ গত ১০ মে ২০২০ তারিখে শম সরেনের ছেলে অনিল সরেনের নির্দেশে তার ভাই অনেশ সরেন, মৃত জয়নালের ছেলে হযরত আলী, মৃত আব্দুল হামিদের ছেলে মোসলেম, ওবাইদুল, মৃত মাহাতাবের ছেলে রহিম, মৃত- হাবিবুর রহমানের ছেলে মাবুদ বক্স, ৃত- রিয়াজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন লাঠি, তীর ধনুক, চাপাতি নিয়ে আমার বাবা ও চাচাকে জমিতে এসে চলে যেতে বলে। আমার বাবা ও চাচা প্রাণ ভয়ে চলে আসে।
এ বিষয়ে পরদিন ১১ মে ২০২০ আমার বাবা ও চাচা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সে সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার মুকুল হোসেন সম্পত্তির কাগজপত্র নিয়ে ডাকলে তারা উপস্থিত হয়ে ভূয়া কাগজপত্র দাখিল করেন। যেমন ১৯৯৯ সালের ১৬ জুলাই ২৪৫০/৫ স্মারকে রেভিনিউ ডেপুটি কালেক্টর যে সাক্ষর করেন সে দিন ছিল শুক্রবার। ভূয়া কাগজ বানাতে গিয়ে দিনটি শুক্রবার হওয়ায় একই স্মারকে আর একটি ভূয়া কাগজ তৈরী করেন ১৩ জুলাই ১৯৯৯ইং তারিখে। এ রকম ভাবে অনিল ২০০৭ সালে ৩০২৬ পত্তনী কেস তৎকালীন ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), এবং ৮টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাক্ষর জাল করে ভূয়া কাগজ তৈরী করেন। ২০০৩ সালের ১ জুলাই তৎকালীন হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারেরও সাক্ষর জাল করেন।
অনিল সরেন বলেন, আমি সরকারের সম্পত্তি স্ট্যাম্প করে পজিশন বিক্রি করেছে। আমিও একইভাবে ক্রয় করেছিলাম।