প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) : ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ও প্রক্টর ড. শামসুজ্জোহা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের নির্বিচারে গুলি বর্ষণ থেকে রক্ষার সময় পাকিস্তান সেনা বাহিনীর গুলিতে প্রথমে আহত হন এবং এরপরে নির্মম বেয়নেটের খোঁচায় শহীদ হন।
ড. জোহাকে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়, যা পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক আন্দোলন ও সশস্ত্র সংগ্রামকে গতিশীল করে এবং ছাত্র সমাজকে ওই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আরও উদ্যোগী করে তোলে।
বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের জন্য তার এই আত্মত্যাগ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞতাভরে স্মরণ করে এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোন ধরনের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবীকে সমর্থন ও সংহতি প্রকাশ করে।
ড. জোহার শহীদ হওয়ার এই দিনটি শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে পালন করে আসছে যা অত্যন্ত পরিতাপের বিষয়।
স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে ড. জোহার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করার দীর্ঘদিনের দাবীকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন চিত্তে পুনর্ব্যক্ত করছি।
লেখক : প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা), সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।