ধূমকেতু নিউজ ডেস্ক : হাসপাতালের টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে লাঠিপেটা অভিযোগ করেছেন টিকা দিতে আসা শ্রমিকরা।
সরেজমিনে ওই টিকাদান কেন্দ্রে গিয়ে লাঠিপেটার সত্যতা পাওয়া গেছে। বিশৃঙ্খলা, হুড়োহুড়ি আর লাঠিপেটার ঘটনায় টিকা নিতে না পেরে অনেক শ্রমিকরা হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের নিয়োজিত ১০-১২ জন স্বেচ্ছাসেবক ও পুলিশ লাঠিপেটা শুরু করেন। হাসপাতালের টিকাদান কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের ভিড় বাড়তে শুরু করে। সকাল ১০টার দিকে টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে শ্রমিক মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
একপর্যায়ে শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা শুরু করে স্বেচ্ছাসেবক ও পুলিশ। লাঠিপেটা থেকে বাঁচতে শ্রমিক ও সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। অনেকেই পড়ে গিয়ে আহত হয়। ওই কেন্দ্রে রেড ক্রিসেন্টের পোশাকধারী আরও ১০-১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছিলেন। তবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা কাউকে লাঠিপেটা করেননি।
টিকাদান কেন্দ্রে দুপুর পৌনে ১২টার সাভার সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের টিকাদান কেন্দ্রের বাইরে উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি দেখে কেন্দ্রের স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা তরুণেরা লাঠিপেটা করছেন। এ অবস্থায় অনেক শ্রমিককে টিকা না নিয়েই বাড়ি ফিরে যেতে দেখা যায়। বেলা ১২টা পর্যন্ত এভাবেই চলতে থাকে।
টিকা নিতে আসা শ্রমিক নাজমা বলে, ‘শুরু থেকে আমরা সারি করেই দাঁড়িয়ে ছিলাম। ভিড় বেড়ে যাওয়ায় বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিয়ন্ত্রণের চেষ্টা না করেই টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা তখন শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা শুরু করেন। এতে ৩০ থেকে ৩০ জন আহত হয়।’
পাশে দাঁড়িয়ে থাকা লিজা বলেন, ‘স্বেচ্ছাসেবকেরা শুধু ছেলেদের নয়, মেয়েদেরও মারধর করেছে। আমরা টিকা নিতে এসে মার খাব, এটা কেমন কথা? তাই বাড়ি ফিরে যাচ্ছি।’
কাকলি বলেন, ‘সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়েছি। আমাদের কারখানার থেকে প্রায় ৩০টি ইজিবাইকে করে আমরা হাসপাতালে এসেছি। ৯টার দিকে এসে দেখি প্রচুর ভিড়। লাইনে দাঁড়াতেই শুরু হলো লাঠিপেটা।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, ‘বিশৃঙ্খলা হচ্ছে, এটা ঠিক না। তবে এখানে টিকা নিতে এক দিনে বেশি পোশাক শ্রমিক চলে এসেছে। টিকাগ্রহীতার সংখ্যা বেশি হওয়ায় তাদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে। এটা সামাল দিতে স্বেচ্ছাসেবকেরা হয়তো হাতে লাঠি নিয়েছিলেন। স্বেচ্ছাসেবকেরা হাতে লাঠি নিয়েছেন, এটা শুনে সেখানে গিয়ে তাদের হাত থেকে লাঠি সরিয়ে ফেলেছি।’
সাভার মডেল থানার ওসি কাজি মাইনুল ইসলাম বলেন, ‘করোনার টিকা নিতে আসা লোকদের লাঠিপেটা কোনোভাবেই কাম্য নয়। এটা কেন ঘটল তা খতিয়ে দেখব। আর পোশাক শ্রমিকদের সুশৃঙ্খলভাবে টিকা দিতে কেন্দ্র বাড়ানোর বিষয়টি ভেবে দেখছি।’