ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সরকারি একটি রাস্তা থেকে বেশকিছু ফলদ ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে গ্রামের ৩০ পরিবারের যাতায়াতের রাস্তা কেটে সংকুচিত করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামের এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার বেলা ১১টার দিকে মানববন্ধন করেছে স্থানীয়রা।
অভিযুক্ত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি উপজেলার চকখোপা গ্রামের বাসিন্দা ও জনতা ব্যাংক মান্দা শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত আছেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইয়াছির আরাফাত, আব্দুস সালাম, সেলিনা বিবি ও আঞ্জুয়ারা বিবি।
বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে সংকুচিত করায় ৩০ পরিবারের অন্তত দেড়শ লোকজন চরম অসুবিধার মুখে পড়েছেন। বারবার নিষেধ করার পরও প্রভাব খাটিয়ে রাস্তাটি কেটে ফেলেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। একই সঙ্গে বরেন্দ্র প্রকল্পের ওই রাস্তায় থাকা বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ব্যক্তিমালিকানার জমি দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি আরও প্রশস্ত করার অপচেষ্টা করছেন গ্রামের লোকজন।
তিনি আরও বলেন, আমাদের লাগানো গাছ কেটেছি। এগুলো সরকারিভাবে রোপণকৃত গাছ নয়।’
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।