ধূমকেতু প্রতিবেদক, নাচোল : শনিবার সারা দেশে গণটিকার কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে গণটিকা প্রদান করা হয়েছে। কিন্তু উপজেলার চার ইউনিয়নের টিকাদান কেন্দ্রগুলোতে টিকাপ্রার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ইউনিয়নে ১২টি ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১টি মোট ১৩টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া জানান, ২য় ও ৩য় ডোজ টিকার পটরও বাকী জনগণকে টিকিা নিশ্চিত করতে সরকারের প্রশংশনীয় ও যুগান্তকারী উদ্যোগ। স্বাস্থ্যবিধি কর্যকর করার দায়িত্ব উপজেলা প্রশাসনের। টিকাদান কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে কিনা সেটা তিনি জানেন না, তবে খবর পেয়েছি অনেকেই মাস্ক ব্যবহার করেনি। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ কসবা ইউনিয়নের গোলাবাড়ি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।
স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়ে তিনি বলেন, গণসচেতনতামূলক নির্দেশনার পরও টিকাদান কেন্দ্র পরিদর্শনের সময় কিছু লোক মাস্ক ব্যবহার করেননি।