ধূমকেতু প্রতিবেদক : ঢাকায় একুশে বই মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি সোহেল মাহবুব এর ৬ষ্ঠ কাব্যগ্রন্থ পরিলেখ প্রকাশনী কর্তৃক প্রকাশিত ‘নেমে আসে উড়ন্ত জল’, কবি খয়রুজ্জামান খসরু রচিত নাগরী প্রকাশনী কর্তৃক প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ঋণের নামতা’, শেখ তৈমুর আলম রচিত ‘হেনা’ উপন্যাস ও সরদার মুক্তার আলীর ‘প্রাণের স্পন্দন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও দৈনিক বাংলাদেশ বার্তা সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, কবি ও অনির্বাণ সম্পাদক জামাল দ্বীন সুমন।
আরও উপস্থিত ছিলেন, কবি ও গবেষক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ, কবি ও নতুন এক মাত্রার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, কবি চন্দ্রশিলা ছন্দা, কবি আশতাব হোসেন, কবি আলম সিদ্দিকী, কবি মঞ্জিলা শরীফ প্রমুখ।