IMG-LOGO

শনিবার, ২৪শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সুজনবন্যা পরিস্থিতি নিয়ে এনজিও নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূসনেপালে বাস নদীতে পড়ে ৪১ ভারতীয় নিহত‘রাষ্ট্র সংস্কারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ’‘পুলিশে অন্যায়-দুর্নীতির কোনো স্থান থাকবে না’হত্যা মামলায় সাকিবকে দল থেকে বহিষ্কার ও দেশে ফেরাতে আইনি নোটিশফুলবাড়ীতে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিতনওগাঁয় হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন‘বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ, ১৮ জনের মৃত্যু’‘আরবায়িনে হোসেইনির কোটি মানুষের মিছিল ইতিহাসে নজিরবিহীন’শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধাররহনপুর- সিঙ্গাবাদ রুট দিয়ে ৪ দিনে এলো ৫ ভারতীয় পন্যবাহী ট্রেনভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে ফিলিং স্টেশন থেকে চাল ভর্তি ট্রাক উধাওক্ষমতার জন্য লড়াই করেনি, সিস্টেম রিফর্মেশনের জন্য করেছে : উপদেষ্টা আসিফ মাহমুদ
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৫ মার্চ, ২০২২, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৩৯৭ – অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৫৫৮ – ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।

১৬৮৪ – তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্জলীগ গঠিত হয়।

১৭৭০ – বোস্টনে (যুক্তরাষ্ট্র) জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যা ঘটায়।

১৭৯৩ – ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।

১৮২২ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

১৮২৪ – অ্যাঙ্গোলা-বার্মা যুদ্ধ শুরু হয়।

১৮৩৩ – অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন।

১৮৩৬ – মেক্সিকো আলামো আক্রমণ করে।

১৮৯৬ – ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।

১৮৯৭ – আমেরিকান নিগ্রো একাডেমী গঠিত হয়।

১৯১২ – স্প্যানিশ স্টিমারডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৯১৮ – মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।

১৯৩৩ – জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টির বহু আসনে জয়লাভ করে তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এর কিছুদিন পরই এক নায়কতন্ত্র ঘোষণা করা হয়।

১৯৬৬ – জাপানের ফুজি পর্বতে বৃটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত হয়।

১৯৮৪ – ভূটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৭ – সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৯৮ – ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।

২০০১ – হজ্বের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজী ।

২০০৭ – ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু।

জন্ম:

১১৩৩ – দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা জন্মগ্রহণ করেন ।

১৩২৪ – স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিড জন্মগ্রহণ করেন ।

১৩২৬ – হাঙ্গেরির রাজা লুই আই জন্মগ্রহণ করেন ।

১৫১২ – ফ্লেমিশ গণিতজ্ঞ, মানচিত্রাঙ্কনবিদ ও দার্শনিক গেরারডুস মেরকাটর জন্মগ্রহণ করেন ।

১৬৯৬ – ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো জন্মগ্রহণ করেন ।

১৮৭১ – পোলিশ রাশিয়ান অর্থনীতিবিদ ও দার্শনিক রোসা লুক্সেমবুর্গ জন্মগ্রহণ করেন ।

১৮৮৭ – ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোস জন্মগ্রহণ করেন ।

১৮৯৮ – চীনা রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী চৌ এন-লাই জন্মগ্রহণ করেন ।

১৯০৪ – কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন ।

১৯০৮ – ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক রেক্স হ্যারিসন জন্মগ্রহণ করেন ।

১৯১৮ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ জেমস টোবিন জন্মগ্রহণ করেন ।

১৯২২ – ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনির জন্মগ্রহণ করেন ।

১৯৩৪ – নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান জন্মগ্রহণ করেন ।

১৯৩৭ – নাইজেরিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট ওলুস্যাগুন অবাসাঞ্জ জন্মগ্রহণ করেন ।

১৯৪২ – স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ গনযালেয জন্মগ্রহণ করেন ।

১৯৪৩ – ইতালীয় শিল্পী, তিনি গীতিকার ও গিটার লুচো বাত্তিস্তি জন্মগ্রহণ করেন ।

১৯৬৮ – হাঙ্গেরীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী গর্ডন বাজনাই জন্মগ্রহণ করেন ।

১৯৭৪ – আমেরিকান অভিনেত্রী ইভা মেন্ডেস জন্মগ্রহণ করেন ।

১৯৮৭ – রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্না চাকভেটাডযে জন্মগ্রহণ করেন ।

মৃত্যু:

১৫৩৪ – আন্তোনিও ডা করেগিও, ইতালীয় চিত্রশিল্পী মৃত্যুবরণ করেন ।

১৬২৫ – ইংল্যান্ডের রাজা প্রথম জেমস মৃত্যুবরণ করেন ।

১৮১৫ – ফ্রানৎস ম্যাসমের, ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা মৃত্যুবরণ করেন ।

১৮২৭ – ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিদ পিয়ের সিমোঁ লাপ্লাস মৃত্যুবরণ করেন ।

১৮২৭ – ইতালীয় পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ আলেসান্দ্রো ভোল্টা মৃত্যুবরণ করেন ।

১৯৪৪ – ফরাসি কবি ও লেখক ম্যাক্স জেকব মৃত্যুবরণ করেন ।

১৯৫৩ – রাশিয়ান মার্শাল ও রাজনীতিবিদ জোসেফ স্টালিন মৃত্যুবরণ করেন ।

১৯৬১ – নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত মৃত্যুবরণ করেন ।

১৯৬৬ – রাশিয়ান কবি আনা আখমাতোভা মৃত্যুবরণ করেন ।

১৯৬৭ – ইরানী রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০ তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক মৃত্যুবরণ করেন ।

১৯৭৩ – বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত মৃত্যুবরণ করেন ।

১৯৮২ – আমেরিকান অভিনেতা, গায়ক ও চিত্রনাট্যকার জন বেলুশি মৃত্যুবরণ করেন ।

১৯৯৬ – খন্দকার মোশতাক আহমেদ মৃত্যুবরণ করেন ।

২০০৮ – জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক মৃত্যুবরণ করেন ।

২০১৩ – হুগো চাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031