ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : তেল গ্যাস বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ গতির প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় থানা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড মাতাজি রোডে থানা বিএনপির কার্যালয়ের সামনে পত্নীতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য ভিপি মন্টু চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.আর মোস্তফা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার ওবাইদুল ইসলাম নান্টু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান প্রমূখ ।
প্রায় ঘন্টা ব্যাপি এ সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন জীবিকা এখন হুমকির মুখে, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে।