ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বর্ধিত সভা নাসিরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সোনাডাঙ্গা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহŸায়ক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কারো একার সম্মেলন না এটা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল হলে তৃণমূল আওয়ামী লীগের কার্যক্রম মজবুত হবে। তৃণমূল আওয়ামী লীগে গতিশীলতা বিরাজ করবে। সংগঠনের সকল কাঠামো মেনে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তৃণমূলের মতামতের উপর ভিত্তি করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। উক্ত সম্মেলনে ওয়ার্ড থেকে শুরু করে সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহŸান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আজাহারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সবিতা রানী।
বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারী, হাচেন আলী, আক্তারুজ্জামান বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহারুল হক, মুর্শেদা খাতুন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সোনাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।