ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ মার্চ) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতিক সময়ে শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (৮ মার্চ) তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২ শতাংশ বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।
বিনিয়োগকারীদের কাছে বিএসইসি’র এসব সিদ্ধান্ত ইতিবাচকভাবে গ্রহীত হওয়ায় পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩০.০২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯.৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪১.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫.৫৯ পয়েন্টে।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত আছে ১০টির। ডিএসইতে এদিন ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৪৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৬৩.৩৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৪১৯.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৭.৬৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ২৬.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৩.৩৬ পয়েন্টে।
এদিনে সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৫২টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১৩টির। দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।