ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টশনে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনে রাজশাহী রেলওয়ের কর্মকর্তাদের টালবাহানা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
এ বিষয়ে তারা প্রায় তিন মাস যাবত নানা কর্মসূচি পালন করে আসছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ অন্যান্য রেল কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রায় ৩০ বছর পূর্বে এ রেলরুটটি চালু হলেও সংশ্লিষ্ট বিভাগ এর অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কোন কাজ করেনি। এখন এলাকাবাসী এ দাবিতে আন্দোলন গড়ে তোলায় তারা নানা অজুহাত দেখাচ্ছে।
এ বিষয়ে রেল কর্মকর্তারা জানান, সম্প্রতি রহনপুর-সিঙ্গাবাদ ট্রানজিট পয়েন্ট দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। সেখানে ইয়ার্ড সমস্যার কাররণ দিনে দুটির বেশি র্যাক নেয়া সম্ভব হচ্ছে না। ফলে আমদানিকারকরা যথাসময়ে মালামাল নিতে পারছেনা। রহনপুর রেলস্টেশনে র্যাকজট কমাতে বিকল্প হিসেবে আমনুরায় আরেকটি এলসি (কাস্টমস) স্টেশন স্থাপনে রেল কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডেকে পত্র দেয়া হয়। এর প্রেক্ষিত জাতীয় রাজস্ব বোর্ডে গত ২৪ ফেব্রুয়ারী এক গেজেটের মাধ্যমে আমনূরাকে অন্যতম রেলওয়ে এলসি স্টেশন হিসেবে ঘোষণা করে।
এদিকে, রেলকর্মকর্তারা তিনটি পক্ষের সমীক্ষার কথা বললেও কাস্টমস বিভাগ ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবত রহনপুর এলসি স্টেশন আমনুরায় স্থানান্তর না করার অনুরোধ জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে। রহনপুর রেলস্টেশনে ইয়ার্ড বৃদ্ধিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবিও জানিয়ে আসছে। এছাড়া তারা রহনপুর রেলস্টেশনে ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করে রেলপথের পাশাপাশি সড়কপথেও দেশের বিভিন্ন স্থানে আমদানিকৃত মালামাল পরিবহন সহজ হবে বলে জানান।
এদিকে, গত শুক্রবার এক জনসভার মাধ্যমে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার ঘোষণা দাবি করেছে।