ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জনপ্রিয় অনলাইন দৈনিক আলোকিত পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক আলোকিত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিডিয়া বান্ধব কর্মকর্তা ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন।
পত্রিকার ধামইরহাট উপজেলা প্রতিনিধি সুফল চন্দ্র বর্মনের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কালে উপস্থিত ছিলেন ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, প্রেসক্লাবের সহ সভাপতি পাস্কায়েল, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, ‘সাম্প্রতিক কালে পত্রিকার অনলাইন ভার্সনের প্রথম খবর পাওয়া যায়, আর শুধু মাত্র অনলাইন পত্রিকা গুলো দ্রুত সংবাদ প্রচারে ব্যাপক ভূমিকা পালন করে।’