ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলায় রোববার (৩ এপ্রিল) সফররত খুলনা জেলা ৭০ রানে কুড়িগ্রাম জেলাকে হারায়।
টসে জিতে খুলনা ব্যট করতে নেমে ডনির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৬ রান। দলের পক্ষে অপুর্ব ৪২, আসিকুজ্জামান ২৩, সাইদ আদনান ৩৬, মোসাদ্দেক ৪১, সাজ্জাদ সোহেল ৪৪.সুজাত হাসান অপরাজিত ৩০ রান করেন।
বিপক্ষে দলের পক্ষে নাজমুল ২৬ রানে ৩টি ও সারিফ ৫১ রানে ২টি উইকেট নেন। জবাবে কুড়িগাম ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৪৬ রান।
দলের পক্ষে আজমি ৬৪, সোহেল ২৮ ও মেহেদী ৪৫ রান করেন। বিপক্ষে সুজাত হাসান ৩৫, আল ইমরান ১৫ রানে ২টি করে ও এনামুল হক ৩০ রানে ৫টি উইকেট নেন।