ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবঞ্জে ৩৯০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আমির আলী (১৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা (উত্তর ভবানীপুর ১নং ওয়ার্ড) গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন গাজীপুর এলাকার আবু বক্কর আলীর ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা (উত্তর ভবানীপুর ১নং ওয়ার্ড) গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আমির আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ) ধারার মামলা রুজু করা হয়েছে।