ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীন মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টায় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফুল হক।
তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন এসব অসহায় মানুষের পাশে থাকবো এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সরকারের পাশাপাশি সকল সামর্থ্যবানদের এসব মানুষের পাশে এসে দাঁড়ানো।
জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় ২ হাজার ৪শ’ প্যাকেট চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ডস্যানিটাইজার, সাবান ও মাস্ক প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আফাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য কামাল উদ্দিন, সদস্য আবুল বাশার, সদস্য রফিকুল আলম প্রমুখ।