ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) শাহারুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর হতে ১০ পিচ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ওমরপুর বাজারের অভিযান চালিয়ে নন্দীগ্রাম কলেজ পাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিপ্লব (৪২) কে ১০ পিচ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।