ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় মঙ্গলবার (১২ এপ্রিল) বালিয়াপুকুর বিদ্যা নিকেতন স্কুল আল জুবায়ের এর শতকের সুবাদে ১৭ রানে কলেজিয়েট স্কুলকে হারায়।
টস জয়ী বালিয়াপুকুর ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩২০ রান। দলের পক্ষে সর্বোচ্চ আপন হোসেন ৬৬, আল তৌফিক ৩২, ইযাসিন আলী ২৬ ও আল জুবায়ের ১০৭ রান করেন।
বিপক্ষে আরিব ৫৪ রানে ৩টি, তানকিন ৩৮, রাইসুল ৮১ ও ইমরান ৪৪ রানে ২টি করে উইকেট নেন।
৩২১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটসম্যান জুটি তাড়া করতে গিয়ে হাবিব ৫৫ বলে ১১১ রান ও রিদম ৬৩ রান করে কিছুটা হলেও দলকে এগিয়ে নিয়ে যায় জয়ের লক্ষ্যে কিন্ত পরবতী ব্যাটসম্যানরা তার ধরে রাখতে পারেনি পলে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩০৩ রান।
অন্যদের মধ্যে রিয়াসুল ২০ ও আয়েন ২৫ রান করেন। বিপক্ষে দলের পক্ষে ইসতিয়াক আহমেদ ৫১ রানে ৪টি ও সৈয়কত আরেফিন ২৩ রানে ৩টি উইকেট নেন।
আজকের খেলায় রাজশাহী রোকনাথ হাই স্কুল ও মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় অংশ নেবে।