ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এই তথ্য দিয়েছে জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো।
সংস্থাটির পরিচালক লাজার ইলোন্দো আসোম্বো বলেন, ‘ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া স্থাপনার সংখ্যা বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যেই হয়তো ১০০ ছাড়াবে। আজ সকাল (বুধবার) পর্যন্ত আমরা আট অঞ্চলে ৯৮ ঐতিহাসিক স্থাপনার খবর পেয়েছি।’
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে কিছু মধ্যযুগীয় কিছু আবার সোভিয়েভ স্থাপত্য নির্দশনের শুরুর দিককার। তিনি বলেন, ‘কিছু স্থাপনা ফের নির্মাণ করতে অনেক সময় লাগবে, কিছু হয়তো আর কখনোই পুননির্মাণ করা যাবে না।’