ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বাঙ্গালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ নওগাঁর পোরশায় জাঁক-জমকপূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার নেতৃত্বে বাংলার ঐতিহ্য ধারণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এতে সহকারি কমিশনার (ভ‚মি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ জহুরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইনিস্ট্রাক্টর কামরুজ্জামান সরদার সহ কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।