ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় বাংলা নববর্ষ উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, এ্যাসিল্যান্ড সিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যাস সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার।
এছাড়াও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, বন্ধনের এরিয়া ব্যবস্থাপক মকবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, মেহেদী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।