ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রিপাঠী ও মার্করামের বিধ্বংসী ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জিতেছে কেন উইলিয়ামসের দল। এই জয়ের মাধ্যমে টানা তিন জয় পেয়েছে দলটি।
এদিন আগে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। জবাবে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে ও ১৩ বল হাতে থাকতে জয় পায় হায়দ্রাবাদ।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিপাঠি ও মার্করামের হাফসেঞ্চুরিতে অনায়াসে জয় পায় হায়দ্রাবাদ। ত্রিপাঠি ৩৭ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭১ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন। তবে দক্ষিণ আফ্রিকান ব্যাটার মার্করাম ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তিনি ৩৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান।
এর আগে টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা। তবে নিতিশ রানা ও রাসেলের শেষ দিকের ঝড়ে ভালো সংগ্রহ পায় দলটি। রানা ৩৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করে টি নটরাজনের বলে আউট হন। তবে অপরাজিত থাকেন রাসেল। এই ক্যারিবীয়ান ২৫ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৪৯ রানের হার না মানা ইনিংস খেলেন।